রাণীশংকৈলে মহান মে ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

- আপডেট সময় : ০৮:১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪ ১৬০ বার পড়া হয়েছে

মোঃ খায়রুল ইসলাম রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি:-
শ্রমিক মালিক ঐক্য করি সোনার বাংলা দেশ গড়ি।এই প্রতিপাদ্যকে সামনে রেখে।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সকল শ্রমিক সংগঠনের আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে।
বুধবার (১ মে) সকাল সাড়ে ১০ টায় রাণীশংকৈল উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । এতে অংশ নেন বিভিন্ন সরকারি—বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শ্রমজীবী ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দরা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, সাবেক সাংসদ সদস্য সেলিনা জাহান লিটা, আওয়ামী লীগ সভাপতি সইদুল হক, মেয়র মোস্তাফিজুর রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক আবু তাহের, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ সহকারি শিক্ষা অফিসার কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিউল ইসলাম সবুজ, এ্যাডভোকেট শেখ ফরিদ, আওয়ামী লীগ সহ—সভাপতি মুক্তার আলম, যুবলীগ সম্পাদক রমজান আলী, বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান, নন্দুয়ার ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ আলী, পৌর আওয়ামীলী সভাপতি জাহাঙ্গীর আলম, রাজ—৮৮ সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সহকারি শিক্ষক সাধন বসাক, শ্রমিক নেতা মোকসেদ আলী, আমজাদ আলী, প্রদিপ সাহা, সমির উদ্দিন প্রমুখ।