রাণীশংকৈলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
- আপডেট সময় : ০৫:৩৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪ ১১৬ বার পড়া হয়েছে
মোঃ খায়রুল ইসলাম, রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১৫ মার্চ) উপজেলা পরিষদ হলরুমে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে লঙ্ঘিত হলে ভোক্তা অধিকার অভিযোগ করলেই পাবেন প্রতিকার” এ প্রতিপ্রাদ্যকে ধারণ করে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, কৃষি কর্মকর্তা সহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, জাপা পৌর সভাপতি রমজান আলী, কনফেশনারীর সত্তাধিকারী আব্দুল খালেক,
ব্যবসায়ী সঞ্জিত মন্ডল, সাদেকুল ইসলাম নয়ন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন,
এসময় উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান ব্যবসায়ী ও ভোক্তাদের উদ্যেশে বলেন, ভোক্তা অধিকার ৮টি বিষয়ে জাতিসংঘে স্বীকৃত। বাংলাদেশে বানিজ্য ৯ মন্ত্রনালয় দেখভাল করে থাকে।
উপজেলা পর্যায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অফিস থাকলে সাধারণ মানুষ আরো উপকৃত হত বলে তিনি জানান।