রাণীশংকৈলে নতুন বছরের নতুন বই পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা

- আপডেট সময় : ০৬:২৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫ ৪০ বার পড়া হয়েছে

একে আজাদ ঠাকুরগাঁও প্রতিনিধি:-
সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক বিদ্যালয় গুলোতে ইংরেজি ২০২৫ সালের প্রথম দিনেই বিনামূল্যে নতুন বই শিক্ষার্থীদের মাঝে তুলে দিয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান। বই বিতরণ অনুষ্ঠানে নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন, এই ছোট ছোট সোনামণিরা যেন মোবাইলে আসক্ত না হয়। তারা যেন বই নিয়ে বেশি পড়াশোনা করে মোবাইলের চেয়ে বই নিয়ে বেশি আসক্ত হয়,সেদিকে অভিভাবকদের নজর রাখতে হবে।কারণ এই ছোট সোনামণিরাই একদিন এই এদেশের সর্য্য সন্তান হয়ে উঠবে,এরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ।
বুধবার( ১ জানুয়ারি) সকাল ১১ টায় ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তিনি নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দিয়ে এ কথা বলেন। এর আগে তিনি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের শুভ উদ্ধোধণ ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার রাহিম উদ্দিন,সহকারী শিক্ষা অফিসার সীমান্ত বসাক,ও জাহিদ হোসেন, ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোমেনা খাতুন এবং অন্যান্য শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী মোছাম্মদ আবিদা সুলতানা ও লামিয়া আক্তার বলেন,আমরা এবার শিশু শ্রেণির শিক্ষার্থী নতুন বছরে নতুন পেয়ে আমরা অনেক খুশি আমরা এখন থেকে প্রতিদিন বই পড়বো। প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে যানাযায়, এবারের নতুন বছরে এ উপজেলায় শিশু শ্রেণি ও একটি শিশু কল্যাণসহ, সরকারি ও বে-সরকারি প্রতিষ্ঠান মিলে মোট ২৭৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেওয়া হবে।তবে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণি থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে এই বই তুলেদেন উপজেলা শিক্ষা অধিদপ্তর। তবে আরো জানাযায় যে, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর কোন শিক্ষার্থীর হাতে নতুন বছরের বই তুলে দেওয়া হয়নি বলে জানান সহকারী শিক্ষা অফিসার জাহিদ হোসেন।তবে এ মাসেই চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা নতুন বই পাবে বলে আশা করছেন উপজেলা শিক্ষা অধিদপ্তর। এবছর প্রাক প্রার্থমিক বিদ্যালয়ের গুলোতে ৩৭০০ সেটা, ক্লাস ওয়ানের শিক্ষার্থীদের জন্য ৬,৮১৯ সেট,দ্বিতীয় শ্রেণির জন্য ৬,৫৩৮ এবং তৃতীয় শ্রেণীর জন্য ৬,২২৩ টি সেট বই বিতরণের জন্য বিদ্যালয় গুলোতে পাঠানো হয়েছে।