রাণীশংকৈলে জাতীয় সমবায় দিবস পালিত

- আপডেট সময় : ০৫:২৬:৫১ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে

এ কে আজাদ ঠাকুরগাঁও প্রতিনিধি :
সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার সকালে দিবসটি উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের পরে র্যালী ও শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও রকিবুল হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সমবায় পরিদর্শক মো: নুরুজ্জামাল।
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি ও দিন বদলের দৃঢ় প্রত্যয়ে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সফিকুল ইসলাম শিল্পী, সম্পাদক মো:বিপ্লব,সাংবাদিক জিয়াউর রহমান সমবায় সহকারী পরিদর্শক মনা মন্ডল, ভোগ্যপণ্য সমিতির সম্পাদক আবু হোসাইন,পাট কৃষি সমবায় সমিতির সভাপতি মহিবুর রহমান প্রমুখ।
আলোচনা শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সমবায়ের ৫ টি সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করে আয়োজক কমিটি।