রাণীশংকৈলে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা

- আপডেট সময় : ০৭:১৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫ ৯২ বার পড়া হয়েছে

মোঃ নবাব আলী,স্টাফ রিপোর্টার:রাণীশংকৈলে আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি ও দেশের কল্যাণে কাজ করি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রূপম চন্দ্র মহন্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন-উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হানিফ, তথ্য কর্মকর্তা মোছা. হালিমা, উপজেলা বিএনপি সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ, উপজেলা জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান মাস্টার, সেক্রেটারি রজব আলী, মহিলা দলের নেত্রী আনারকলি, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ, ছাত্র সমন্বয়ক তারেক মাহমুদ প্রমুখ।
বক্তারা বলেন, কন্যাশিশুর অধিকার রক্ষা, নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষা ও দক্ষতা উন্নয়নে সম্মিলিতভাবে সকলকে কাজ করতে হবে। রাণীশংকৈল উপজেলার বিভিন্ন এনজিও কিশোর কিশোরী ও মহিলা স্বেচ্ছাসেবী সংগঠন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।