রাণীশংকৈলে খাদ্য বান্ধব কর্মসূচি রেশনিং কার্ডের চাল বিতরণ
- আপডেট সময় : ১২:০০:৫১ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪ ৯৪ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে খাদ্য বান্ধব কর্মসূচি রেশনিং কার্ডের চাল বিতরণ
একে আজাদ ঠাকুরগাঁও প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় একযোগে ৮টি ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এর নির্দেশনায় ক্ষুধা খোদা হবে নিরুদ্দেশ শেখ হাসিনার বাংলাদেশ এই প্রতিপাদকে সামনে রেখে প্রতিবারের মত এবারও উপজেলা খাদ্য অধিদপ্তরে আয়োজনে গত বৃহস্পতিবার থেকে খাদ্য বান্ধব কর্মসূচি তথা ১৫ টাকা কেজি দরে মাথাপিছু ৩০ কেজি চাল বিতরণের আনুষ্ঠানিকভাবে প্রথম পর্যায়ে সম্পন্ন হয়েছে।
সরেজমিন আজ সোমবার উপজেলার ৮নম্বর ইউনিয়নের অন্তর্গত খাদ্য বান্ধব কর্মসূচির বিতরণ পয়েন্ট ডিলার রফিকুল ইসলাম এর পয়েন্টে গিয়ে দেখা যায় যথারীতি নিয়মে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইস কে আব্দুল্লাহ এর উপস্থিতিতে বিতরণ কর্মসূচি করতে দেখা গেছে।
এসব চাল পেয়ে যারা নিম্ন আয়ের মানুষ তারা খুশি হয়েছেন। এবং উপজেলার বিভিন্ন পয়েন্ট থেকে তথ্য পাওয়া গেছে কতিপয় অসাধু ব্যক্তি এসব সুযোগ সুবিধা নিতে রেশনিং সেবা পেতে মাথা ঢুকিয়েছেন।
এ ব্যাপারে খাদ্য নিয়ন্ত্রক ইস কে আব্দুল্লাহ বলেন. সরকারি নীতিমালা অনুযায়ী যথারীতি সময়ে ১৫ টাকা কেজি ধরে ৩০ কেজি বস্তায় প্রতিজন অসচ্ছল ও তালিকাভুক্ত রেশনিং কার্ড ধারী ও নিম্ন আয়ের মানুষ এ সেবা পাবে এতে বিন্দুমাত্র না পাওয়ার কোন সুযোগ নেই।