রাণীশংকৈলে কোচের ধাক্কায় পা হারলো ভ্যানচালক।
- আপডেট সময় : ১২:১৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪ ১৩৫ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে কোচের ধাক্কায় পা হারলো ভ্যানচালক।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় আনারুল (৪৩)নামে এক ভ্যানচালক
কোচের ধাক্কায় পা হারিয়ে
গুরুতর আহত হয়েছেন।
আহত ভ্যানচালক আনারুল উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি গ্রামের আশিরউদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় রাণীশংকৈল-নেকমরদ মহাসড়কের ফায়ার সার্ভিস স্টেশনের উত্তরে ঘোঘডারা নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এদিন ঢাকা থেকে ছেড়ে আসা দূরপাল্লার কোচ সার্ভিস হানিফ এন্টারপ্রাইজ নিয়ন্ত্রণ হারিয়ে একটি চার্জার ভ্যানকে পিছন থেকে ধাক্কা দিলে ভ্যানচালক কোচের ধাক্কায় ছিটকে পড়ে। এতে কোচের চাকায় তার বাঁ পা সমস্ত পিষ্ট হয়ে সে গুরুতর আহত হয়।
খবর পেয়ে, ফায়ার সার্ভিসের সদস্যরা ওই ভ্যান চালককে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রোগীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেফার্ড করা হয়।
রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. ফিরোজ আলম এ তথ্য নিশ্চিত করেন।
রাণীশংকৈল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাসিম ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুরুতর আহত ভ্যান চালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হলে তার পায়ের অবস্থা দেখে হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিক তকে রংপুর মেডিকেলে রেফার্ড করেন।