রাজাপুরে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ

- আপডেট সময় : ১২:০০:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫ ৩০ বার পড়া হয়েছে

মোঃ কামরুল হাসান রানা,রাজাপুর ,ঝালকাঠী।
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের মিলবাড়ী থেকে আমতলা সড়কে স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা।
স্থানীয় জনগণের দুর্ভোগ কমাতে সংগঠনটির নেতৃবৃন্দ কোদাল ও গাঁইতি হাতে নিয়ে সরাসরি অংশ নেন সংস্কার কার্যক্রমে।
এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সেক্রেটারি ইব্রাহিম আল হাদী। তার সাথে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরাও সক্রিয়ভাবে অংশ নেন।
শনিবার (২ আগস্ট) সকালে রাস্তাটির ক্ষতিগ্রস্ত অংশে মেরামতের কাজ শুরু হয়। স্থানীয়দের ভাষ্যমতে, বহুদিন ধরে রাস্তাটির বেহাল দশা ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। শিক্ষার্থী, রোগী ও সাধারণ যাত্রীরা প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন।
সেক্রেটারি ইব্রাহিম আল হাদী বলেন, “আমরা রাজনীতি করি আল্লাহর সন্তুষ্টি ও মানুষের কল্যাণের জন্য। জনগণের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব মনে করি।”
স্থানীয়রা জানিয়েছেন, বারবার অনুরোধ করেও সড়কের উন্নয়নে কোনো উদ্যোগ দেখা যায়নি। তাই ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের এ উদ্যোগ তারা কৃতজ্ঞচিত্তে স্বাগত জানিয়েছেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।