রাজাপুরে মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ করলেন

- আপডেট সময় : ০৮:৫১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪ ১৪০ বার পড়া হয়েছে

রাজাপুরে মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ করলেন
নিজস্ব প্রতিনিধ:
আসন্ন ঝালকাঠির রাজাপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাবেক ছাত্র নেতা মুক্তিযোদ্ধার সন্তান রাম দুলাল তেওয়ারী নির্বাচনের লক্ষ্যে গণসংযোগ, মতবিনিময় ও লিফলেট বিতরণ করেছেন।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) প্রায় দেড় শতাধিক মোটরসাইকেল যোগে উপজেলার বিভিন্ন স্থানে ইন্দ্রপাশা, মিরেরহাট, বড়ইয়া, গালুয়া, সাতুরিয়া, শুক্তাগড় বাজারে আনুষ্ঠানিক ভাবে তিনি গণসংযোগের মাধ্যমে বিভিন্ন দোকানপাটে গিয়ে ব্যবসায়ীদের নিকট দোয়া চেয়ে শুভেচ্ছা বিনিময় সহ বাজারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিমিময় করেন।
গণসংযোগকালে দুলাল তেওয়ারী বলেন, আগামী উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আমি নির্বাচিত হতে পারি তাহলে সুখে দুঃখে সকলের পাশে থাকা সহ বিশেষ করে তরুণ ও যুব সমাজের কর্মসংস্থানের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবো। যাতে করে এলাকার তরুণ ও যুব সমাজ বেকারত্ব ও মাদকের অভিশাপ থেকে মুক্তি পায় এবং তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে সততা এবং নিষ্ঠার সাথে মানুষের সেবায় নিজেকে নিয়জিত রাখবো।
গণসংযোগে উপজেলা ছাত্রলীগ সভাপতি পারভেজ বাবু’র নেতৃত্বে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।