রাজাপুরে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

- আপডেট সময় : ১০:৪৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ ১১৩ বার পড়া হয়েছে

মোঃ কামরুল হাসান, রাজাপুর উপজেলা প্রতিনিধি,ঝালকাঠি
ঝালকাঠি জেলার রাজাপুরে কৃষি প্রনোদনা কর্মসূচি ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-১/২০২৪-২৫ মৌসুমে উফশী আমন ধান ও নারিকেল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুন) বিকেল ৪টায় উপজেলা পরিষদ চত্তরে রাজাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস এ আয়োজন করে। এসময় উপজেলার ৫ হাজার ৬শত ৫০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। প্রতি কৃষক ১ বিঘা (৩৩ শতক) জমির জন্য ৫ কেজি উফশি আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও এমওপি সার ১০ কেজি সহায়তা পাবে।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসান মোহাম্মদ শোয়াইব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো: মনিরউজ্জামান।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. শাহিদা শারমিন আফরোজ, উপজেলা কৃষি কর্মকর্তা মেহেরুন্নেসা পাপড়ি, এনি আক্তার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আশিক মাহমুদ, পলাশ হালদার সহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।