রাজাপুরে বিএনপি নেতা সেলিম রেজার আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৩:৪৫:০২ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫ ১৬ বার পড়া হয়েছে

মোঃ কামরুল হাসান রানা,রাজাপুর ,ঝালকাঠী। ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় নিউইয়র্ক মহানগর দক্ষিণ, যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি ঝালকাঠি -১ ( রাজাপুর – কাঠালিয়া) আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী মোঃ হাবিবুর রহমান সেলিম রেজার আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মে ) দুপুরে রাজাপুরের নৈকাঠী মোড়ে দলীয় কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সকলের প্রিয় ব্যক্তিত্ব মোঃ হাবিবুর রহমান সেলিম রেজা।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা প্রফেসর ড. জাকারিয়া লিংকন, সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় নেতা গোলাম আজম সৈকত, রাজাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ নুর হোসেন সহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতা কর্মীরা।
এসময় জননেতা সেলিম রেজা বলেন, “আমরা দীর্ঘদিন পর ফ্যাসিবাদ মুক্ত একটি সুন্দর পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করতে পারলাম। সবাই একত্রে বসে স্বাধীনভাবে ঈদ শুভেচ্ছা বিনিময় করলাম। একত্রে দলীয় নেতা কর্মীদের নিয়ে খাওয়া দাওয়া করলাম। দলীয় সকলকে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করলাম। দলকে মজবুত করার জন্য আমরা সবাই মিলে মিশে একত্রে কাজ করবো। দলের চেয়ারম্যান যাকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিবেন তাকে নিয়ে আমরা কাজ করবো। তিনি ৩১ দফা বাস্তবায়নের জন্য ধানের শীষ প্রতীকে সকলকে ভোট দেয়ার আহ্বান জানান। তিনি আরো বলেন, রাজাপুর – কাঠালিয়া উপজেলা কে মাদকমুক্ত সুস্থ ও শান্তিপূর্ণ উপজেলায় পরিণত করার চেষ্টা চালিয়ে যাবো ইনশাল্লাহ।”
বিশেষ অতিথি গোলাম আজম সৈকত বলেন,” রাজাপুর – কাঠালিয়া উপজেলায় সেলিম রেজাসহ স্বচ্ছ ৫ জন নেতা আমরা একত্রে কাজ করে যাচ্ছি। আমি, সেলিম রেজা, প্রফেসর ডঃ জাকারিয়া লিংকন ও কর্ণেল মোস্তাফিজুর রহমান ও রফিক হাওলাদার মিলে একটি আদর্শ সমাজ ও সুষ্ঠু রাজনীতি চর্চার জন্য এই ৫ জন একত্রিত হয়ে কাজ করে যাচ্ছি।”