রাজাপুরে জনতার দাবির মুখে বদলি —ইউএনও রাহুল চন্দ

- আপডেট সময় : ০৬:৪৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫ ৪১ বার পড়া হয়েছে

মোঃ কামরুল হাসান রানা,রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় জুলাই যোদ্ধা ও ছাত্র জনতার আন্দোলন এবাং ঝালকাঠি -১ (রাজাপুর ,কাঠালিয়া) বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনাব গোলাম আজম সৈকতের দৃপ্ত হুঙ্কারের মুখে অবশেষে বদলি হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) সকাল ১১টায় রাজাপুর উপজেলা পরিষদ মার্কেট চত্বরে হাজারো মানুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই জনপ্রশাসন মন্ত্রণালয় রাহুল চন্দকে সহকারী সচিব হিসেবে বদলির আদেশ জারি করে।
এর আগে, ১৩ই আগস্ট জুলাই অভ্যুত্থানের বিজয় র্যালি ও সমাবেশে গোলাম আজম সৈকত অভিযোগ করে বলেছিলেন—
“প্রশাসন বিএনপির ঐক্যে ফাটল ধরাতে চাইছে। ৭ই আগস্ট অনুমতি দিয়ে ১১ই আগস্ট আবার একই স্থানে যুবদলকে অনুমতি দেওয়া হয় এবং শেষ মুহূর্তে ১৪৪ ধারা জারি করা হয়। এটি বিএনপি-বিরোধী চক্রান্ত ছাড়া আর কিছু নয়।”
তার সাহসী বক্তব্য ও ধারাবাহিক প্রতিবাদের জেরে আজকের মানববন্ধনে জনতার একক দাবিই ছিল—“ইউএনও রাহুল চন্দকে অপসারণ করতে হবে।”
অবশেষে জনবিক্ষোভ, বিএনপির ঐক্যবদ্ধ অবস্থান এবং সৈকতের নেতৃত্বের মুখে সরকার পিছু হটতে বাধ্য হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে রাহুল চন্দকে রাজাপুর থেকে সরিয়ে সহকারী সচিব হিসেবে বদলি করা হয়েছে।
সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা বলেন—
“এ বিজয় প্রমাণ করেছে, রাজাপুর-কাঠালিয়ার মানুষ ঐক্যবদ্ধ। কোন অপশক্তি দিয়ে জনগণের কণ্ঠরোধ করা যায় না।”