রাজাপুরে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:১২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে

মোঃ কামরুল হাসান রানা,রাজাপুর ,ঝালকাঠী।
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় ০৪ ডিসেম্বর ২০২৫, রোজ বৃহস্পতিবার সকাল ১১টায় স্থানীয় উন্নয়ন সংস্থা সাইডো রাজাপুর শাখার অফিসের সভাকক্ষে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভাটি আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS) প্রকল্প, যা এফসিডিও (FCDO)-এর আর্থিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।
রাজাপুর ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)-এর সহ-সমন্বয়কারী সানজিদা আক্তার-এর সভাপতিত্বে এবং দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ রেজবিউল কবির-এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএফজির কো-অর্ডিনেটর ও উন্নয়ন সংস্থা সাইডোর নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএফজি সদস্য কামরুল ইসলাম রানা।
সভায় আরও উপস্থিত ছিলেন— উপজেলা ছাত্রদলের সদস্য নাইম, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. হাসিবুর রহমান, জাতীয় ছাত্র সমাজের সাব্বির হোসেন, এবং ওয়াইপিএজি সদস্য কলেজছাত্রী সুমাইয়া আক্তার লিজা, তামিরা তারেক ইভা, সুমাইয়া আক্তার, শামিমা নাসরিনসহ ওয়াইপিএজি-এর অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় প্রধান অতিথি সৈয়দ হোসাইন আহমেদ কামাল বলেন, “শান্তি প্রতিষ্ঠা কেবল কোনো প্রকল্পের দায়িত্ব নয়; এটি তরুণদের সচেতনতা, আগ্রহ এবং মানবিক মূল্যবোধের সম্মিলিত প্রয়াস। রাজাপুরের তরুণরা সেই পরিবর্তনের শক্তি।” বিশেষ অতিথি কামরুল ইসলাম রানা বলেন, “সহিংসতা প্রতিরোধে তরুণদের উদ্যোগ যত বাড়বে, সমাজে মানবিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ তত দৃঢ় হবে।” সভাপতি সানজিদা আক্তার মন্তব্য করেন, “ওয়াইপিএজি শুধু একটি গ্রুপ নয়, এটি শান্তির দূত হিসেবে তরুণদের একটি প্ল্যাটফর্ম।”
সভায় রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন এবং শান্তি ও সম্প্রীতি রক্ষার লক্ষ্যে রাজাপুরে আন্তঃধর্মীয় সংলাপ, পিস ইভেন্ট, জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন, এবং তরুণ নেতৃত্বে সামাজিক প্রকল্প বাস্তবায়নসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি তরুণদের সম্প্রীতিমূলক কার্যক্রম আরও জোরদার করতে ত্রৈমাসিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।



















