সংবাদ শিরোনাম :  
                            
                            রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪০
																
								
							
                                
                              							  প্রতিনিধির নাম									
								
                                
                                - আপডেট সময় : ০৮:৫৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪ ২১০ বার পড়া হয়েছে
 

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪০
স্টাফ রিপোর্টার।
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।
শুক্রবার ভোর ৬টা থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, গ্রেফতারদের কাছ থেকে ৫৪৯টি ইয়াবা, ১৫২ গ্রাম হেরোইন, ১৫ কেজি ৪৮৫ গ্রাম গাঁজা, ২০টি নেশাজাতীয় ইনজেকশন ও ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
																			
										


















