রাঙ্গাবালীতে বৃষ্টির জন্য ৮ স্থানে সালাতুল ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে

- আপডেট সময় : ০৬:৪৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১০৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
একটানা অসহনীয় গরমে অতিষ্ঠ মানুষ । হাঁসফাঁস করছে প্রাণকূল। কাঠফাটা রোদে পুড়ছে ফসলের মাঠ।
এমন তাপদাহ থেকে মুক্তি ও রহমতের বৃষ্টি বর্ষণের জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানিয়ে পটুয়াখালীর রাঙ্গাবালীতে সালাতুল ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে।
শুক্রবার সকাল ৮টায় একযোগে উপজেলার ৮টি স্থানে এ বিশেষ নামাজ আদায় করা হয়। উপজেলা সদরের কেরামতিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে হয় প্রধান জামাত।
এই নামাজে শত শত ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। নামাজ শেষে প্রচণ্ড গরম থেকে রক্ষা পেতে সৃষ্টিকর্তার কাছে এক পশলা বৃষ্টি প্রার্থনা করে অঝোরে কেঁদেছেন মুসুল্লিরা। এ যেন উপায়ান্তহীন মানুষের সর্বশেষ প্রচেষ্টা। একটু বৃষ্টির আশায় অঝোরে কেঁদেছেন আল্লাহ তাআলার দরবারে।
মোনাজাতে মহান রাব্বুল আলামিনের কাছে রহমতের বৃষ্টি বর্ষণের মাধ্যমে তাপদাহ থেকে মুক্তির জন্য এভাবেই কেঁদে কেঁদে ফরিয়াদ জানান মুসুল্লিরা।
এসময় অতীতের ভুলত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ইমামের সঙ্গে অঝোরে কাঁদছিলেন মুসল্লিরা। এ নামাজ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন রাঙ্গাবালী থানা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন।
এছাড়াও রহমতের বৃষ্টি বর্ষণের জন্য উপজেলার ছোটবাইশদিয়া ফজলুল করিম মাধ্যমিক বিদ্যালয়, গদিঘাট ইবতেদায়ি মাদ্রাসা, মোল্লার বাজার জামে মসজিদ, খালগোড়া জামে মসজিদ, সামুদাবাদ, নেতা বাজার ও কাছিয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে সালাতুল ইসতিসকার নামাজ আদায় করা হয়।
আরিফ খান
রাঙ্গাবালী পটুয়াখালী
০১৭৩৯৫৭৮৬৬৬