রাউজান পৌরসভার উদ্যোগে শীতার্তদের কম্বল বিতরণ

- আপডেট সময় : ১১:২৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫ ১৩ বার পড়া হয়েছে

মিলন বৈদ্য শুভ, রাউজান(প্রতিনিধি):
রাউজান পৌরসভার উদ্যোাগে পৌরসভার ১ ও ২নং ওয়ার্ডের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ২৯ জানুয়ারি বুধবার বেলা ১১টায় গহিরাস্থ কাউন্সিলর কার্যালয়ে ২ ওয়ার্ডের প্রায় ১০০ জনের মধ্যে এই কম্বল বিতরণ করা হয়। রাউজান উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ও পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ডের সদস্য মনির হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা।
উল্লেখ্য, পৌরসভা ১ ও ২ নং ওয়ার্ডের সদস্য ও বিভিন্ন পেশাজীবি প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি এবং মহিলা প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ওয়ার্ড কমিটির দেওয়া প্রস্তাবিত তালিকার ব্যক্তিদেরকে কম্বলগুলো বিতরণ করা হয়৷
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল মনছুর খাঁন, নুরুচ্ছাফা চৌধুরী, মোহাম্মদ হোসাইন চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।