সংবাদ শিরোনাম :
রাউজানে শান্তি নিকেতনী বৈদিক শিক্ষা কেন্দ্রের ২০তম বর্ষপূর্তি উপলক্ষে শতকন্ঠে গায়ত্রী মন্ত্র পাঠ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৪০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪ ৪৫ বার পড়া হয়েছে
মিলন বৈদ্য শুভ,রাউজান (চট্টগ্রাম)
শান্তি নিকেতনী বৈদিক শিক্ষা কেন্দ্রের ২০তম বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামের রাউজানের পশ্চিম গুজরায় শতকন্ঠে গায়ত্রী মন্ত্র পাঠের আয়োজন করা হয়। শান্তি নিকেতনী বৈদিক শিক্ষা কেন্দ্রের সভাপতি শিক্ষক প্রকাশ দত্তের সভাপতিত্বে ও উর্মিলা দত্ত, নিলাশা দত্ত ও পিয়া চৌধুরীর সঞ্চালনায় শনিবার শতকন্ঠে গায়ত্রী মন্ত্র পাঠ করান পশ্চিম বিনাজুরী মহেশখালী মহাশ্মশান ঘাটস্থান লোকনাথ আশ্রমের অধ্যক্ষ বীরপুরুষ ব্রহ্মচারী মহারাজ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন প্রশিক্ষক, শিক্ষক কৃষাণ সেন, প্রাক্তন প্রশিক্ষক ও সাবেক সভাপতি সদীপ দত্ত।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতার ছিলেন
প্রাক্তন শিক্ষার্থী উৎপল দত্ত,যদীপ দে ও মিশন কান্তি দত্ত।