রাউজানে মোহাম্মদ আলী শাহ্’র ৬৫ তম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:২১:২১ পূর্বাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪ ৮২ বার পড়া হয়েছে
রাউজানে মোহাম্মদ আলী শাহ্’র ৬৫ তম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত
মিলন বৈদ্য শুভ, রাউজান, চট্টগ্রাম
রাউজান থানার অন্তর্গত কদলপুর ইউনিয়নস্থ অলিয়ে কামেল হযরত মোহাম্মদ আলী প্রকাশ (পোয়া ফকিরের) ৬৫তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন হয়েছে। ২রা মার্চ শনিবার হযরত মোহাম্মদ আলী শাহ্’র আওলাবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে, ওরশ পরিচালনা কমিটি ও এলাকাবাসির সার্বিক সহযোগিতায় দিনব্যাপী নানান কর্মসূচির মাধ্যমে হুজুরের মাজার সংলগ্ন মাঠ প্রাঙ্গনে মহাসমারোহে অনুষ্ঠিত হয়। ওরশ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শাহ্ আলমের তত্ত্বাবধানে ওরশ উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল পবিত্র খতমে কোরআন, খতমে গাউছিয়া, মিলাদ মাহফিল, ছেমা মাহফিল, মাজারে পুষ্পস্তবক অর্পণ। মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে মসজিদের জমিদাতা মরহুম কোরবান আলী শাহ্ ও মতোয়াল্লী মরহুম আলহাজ্ব নুর মোহাম্মদ এর কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।পরিশেষে মিলাদ, কিয়াম ও আখেরি মোনাজাতের পর তবরোক বিতরণ করা হয়।ওরশ শরীফে সার্বক্ষণিক তত্ত্বাবধানে ছিলেন কদলপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ মমতাজ মিয়া। ওরশ শরীফ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপস্থিত থেকে আরো সহযোগিতা করেন ওরশ শরীফ পরিচালনা কমিটির সহ সভাপতি মোহাম্মদ হোসেন, সহ সভাপতি মোহাম্মদ আব্দুল মাবুদ, সাধারণ সম্পাদক সম্পাদক বদিউল আলম, অর্থ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম, সহ অর্থ সম্পাদক আব্দুস সবুর, হাফেজ মোরশেদুল আলম, মোহাম্মদ সোহেল, সাইফুল আলম, মোহাম্মদ আরিফসহ কমিটির অন্যন্যা কর্মকর্তা ও সদস্যবৃন্দ।