রাউজানে মেরাজুন্নবী (স:) উপলক্ষে ৫ম তম তাজেদারে মদিনা সুন্নী সম্মেলন অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৬:৩৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫ ১২ বার পড়া হয়েছে

মিলন বৈদ্য শুভ, রাউজানঃ
গাউসিয়া কমিটি বাংলাদেশ হযরত গনি হাজী শাহ (রঃ) ইউনিট শাখার ব্যবসাপনায় এলাকাবাসী ও প্রবাসীদের সহযোগিতায় পবিত্র মেরাজুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে ৫ম তম তাজেদারে মদিনা সুন্নী সম্মেলন ১লা ফেব্রুয়ারি শনিবার পৌরসভার ৮নং ওয়ার্ডস্থ হযরত গনি হাজী শাহ (র:) জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকাল ৯টা-১২টা পর্যন্ত গাউসিয়া কমিটি বাংলাদেশ হযরত গনি হাজী শাহ মহিলা ইউনিট শাখার ব্যবস্থাপনায় মহিলা দাওয়াতে খাইর মাহফিল অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় মহিলা মোয়াল্লিম ও উক্ত শাখার মহিলা মোয়াল্লিমদের মাধ্যমে মহিলা গোসল, কাফন ও দ্বীনি তালিম দেওয়া হয়।বাদে আছর অনুষ্ঠিত খতমে গাউসিয়া শরীফ পরিচালনা করেন উক্ত কমিটির সিনিয়র সহ সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ এসকান্দর হোসাইন কাদেরী। বাদে মাগরিব অনুষ্ঠিত তাজেদারে মদিনা সুন্নী সম্মেলনে কমিটির প্রধান উপদেষ্টা মাওলানা ইফতেখার ঈমাম আল কাদেরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শাহনগর ইলিয়াস খাঁ জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ওসমান গনি চৌধুরী। উদ্বোধক ছিলেন পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রেজাউর রহিম আজম। বিশেষ অতিথি ছিলেন কমিটির সভাপতি মাওলানা আলী আকবর আল কাদেরী, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মোহাম্মদ হারুনুর রশিদ, মাওলানা শওকত হোসাইন। কমিটির সাংগঠনিক সম্পাদক হামজা ইসলাম জামিলের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার ফকিহ হযরতুলহাজ্ব আল্লামা আবুল হাসান মোহাম্মদ ওমায়ের রেজভী, বিশেষ বক্তা ছিলেন কদলপুর হামিদিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মনজুরুল ইসলাম কাদেরী, গাউসিয়া কমিটি রাউজান উপজেলার দাওয়াতে খাইর সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ নোমান আল কাদেরী, গনি হাজী শাহ ইউনিট শাখার দাওয়াতে খাইর সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ হাবিবুল আজম বেলাল কাদেরী। উপস্থিত ছিলেন কমিটির সাবেক সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ইকরাম, বদিউল আলম মিঠু, মোহাম্মদ শহীদুল আলম বাছা, ফোরকান মান্না, শহীদুল ইসলাম, মোহাম্মদ আইয়ুব আলী, সাজ্জাদ হোসেন, তকিরুল হাসান, মোতাহের হোসাইন, মোহাম্মদ শাকিল, মোহাম্মদ ইভান, ওমর কানন, আল শারুখ হাসান মুরাদ, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ ইসমাইল সহ কমিটির অন্যন্যা সম্পাদক ও সদস্যবৃন্দ।