রাউজানে মাওলানা এজাবত উল্লাহ ও মাওলানা ছায়াদ উল্লাহ (র:)’র ওরশ শরীফ ৩১ জানুয়ারি

- আপডেট সময় : ০২:৪৬:১২ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫ ১৭ বার পড়া হয়েছে

মিলন বৈদ্য শুভ, রাউজান প্রতিনিধি:-
রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডস্থ হাজীপাড়া দরবার শরীফের প্রবর্তক উপমহাদেশের অন্যতম সুফী সাধক হযরত শাহ্ সৈয়দ মাওলানা এজাবত উল্লাহ্ (র:) প্রকাশ বড় মাওলানা সাহেব এর ৯৭ তম ও হুজুরের একমাত্র পুত্র ওস্তাদুল ওলামা হযরত শাহ্ সৈয়দ মাওলানা ছায়াদ উল্লাহ্ (র:) এর ৯২ তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ ১৭ মাঘ ৩১ জানুয়ারি শুক্রবার হাজীপাড়া দরবার প্রাঙ্গনে ধর্মীয় ভাবগাম্ভীর্য্যের মধ্য দিয়ে মহাসমারোহে অনুষ্ঠিত হবে। ওরশ শরীফ উপলক্ষে গৃহিত কর্মসূচির মধ্যে রয়েছে বাদে ফজর পবিত্র খতমে কোরআন, বাদে আছর গরূ মহিষ জবেহ, বাদে মাগরিব হুজুরের জীবনি আলোচনা ও মিলাদ মাহফিল, বাদে এশা আখেরি মোনাজাতের পর সকলের মাঝে তবরোক বিতরণ করা হবে। ওরশ শরীফের এন্তেজাম করছেন বড় মাওলানা সাহেবের বড় নাতি শাহজাদা আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ আব্দুস সালাম এর পক্ষে আওলাদবৃন্দ শাহজাদা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম (বাবুল), সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ বজলুল করিম (ম.), শাহজাদা আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ মুজিবুল করিম, শাহজাদা সৈয়দ মোহাম্মদ মামুন। ওরশ শরীফে আখেরি মোনাজাত করবেন সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ বজলুল করিম (ম.)। এতে সকলের প্রতি ঈমানী দাওয়াত প্রদান করেছেন ছোট শাহজাদা সৈয়দ মোহাম্মদ মামুন।