রাউজানে বাবার ২৯৫তম আর্ভির্ভাব উৎসব উপলক্ষে বিশ্বশান্তি গীতাযজ্ঞ অনুষ্ঠিত

- আপডেট সময় : ১০:৪৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮ বার পড়া হয়েছে

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):চট্টগ্রামের রাউজান উপজেলার সুলতানপুর শাশ্বত সংঘের আয়োজনে শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, শ্রীরাম লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯৫তম শুভ আর্ভির্ভাব উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হলো মহাধর্মীয় আয়োজন বিশ্বশান্তি গীতাযজ্ঞ।
দুই দিনব্যাপী এই আয়োজনে প্রধান প্রধান অনুষ্ঠানগুলোর মধ্যে ছিল শ্রীমদ্ভগবদগীতা পাঠ, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, ঊষা কীর্তন, বাল্য ভোগ, বাবার পূজা, বিশ্বশান্তি গীতাযজ্ঞ, দীক্ষাদান, বাবার রাজভোগ, মহাপ্রসাদ বিতরণ, গীতা যজ্ঞ পূর্ণাহুতি এবং সমবেত প্রার্থনা।
অনুষ্ঠানের প্রধান পুরোহিত হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ এবং অধ্যক্ষ শঙ্করাচার্য শিমুল, সীতাকুণ্ড।
এতে আরো উপস্থিত ছিলেন সভাপতি মৃদুল সেন, সহ সভাপতি কিরণ চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক রনজিৎ কুমার দে, বাপ্পা চক্রবর্ত্তী সহ
শাশ্বত সংঘের সকল সদস্যবৃন্দ ও অসংখ্য ভক্তবৃন্দ সমবেত হয়।
উক্ত আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন সুলতানপুর শাশ্বত সংঘ পরিচালনা পরিষদ। আয়োজকরা জানিয়েছেন, এই মহাধর্মীয় আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয় ধর্মপ্রাণ ভক্তবৃন্দ ও সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।