রাউজানে আজিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে দেড় হাজার পরিবারের ইফতার সামগ্রী প্রদান
- আপডেট সময় : ০৮:৪৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪ ১০৫ বার পড়া হয়েছে
রাউজানে আজিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে দেড় হাজার পরিবারের ইফতার সামগ্রী প্রদান
মিলন বৈদ্য শুভ, রাউজান, চট্টগ্রাম
সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা সবার তরে এই স্লোগান কে সামনে পবিত্র মাহে রমজান উপলক্ষে সেবামূলক সংগঠন আজিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় দেড় হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ৯ই মার্চ শনিবার বিকেলে ঢেউয়া হাজীপাড়া আজিজ মঞ্জিল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এম.পি। উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও আজিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান ইকবালের সভাপতিত্বে ও পৌর যুবলীগের সভাপতি হাসান মোহাম্মদ রাসেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ সভাপতি কামরুল হাসান বাহাদুর, যুগ্ম সম্পাদক আলহাজ্ব বশির উদ্দিন খান, কাউন্সিলর জানে আলম জনি, সমীর দাশগুপ্ত, আলমগীর আলী, জসিম উদ্দিন চৌধুরী, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, খোরশেদ জামান চৌধুরী সিআইপি। উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ, যুবলীগ নেতা সারজু মোহাম্মদ নাছের, সুমন দে, মোহাম্মদ বাবরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।