রাউজানে আগুনে পুড়ে ছাই এক বসতঘর- স্থানীয় সংসদের ঢেউ টিন ও নগদ অর্থ প্রদান
- আপডেট সময় : ০২:১৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪ ১১২ বার পড়া হয়েছে
মিলন বৈদ্য শুভ, রাউজান চট্টগ্রাম
রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাসমত আলী পন্ডিতের বাড়ীর ছালমা আকতারের ঘর আগুনে পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। ৩রা রমজান ১৪ মার্চ বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুলার আগুন থেকে এই দূর্ঘটনা সংগঠিত হয়। আগুনের শিখা দেখে স্থানীয়রা ছুটে এলেও রক্ষা করতে পারেনি কোনো কিছুই। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ২০ মিনিটের কম সময়ের মধ্যে পুরো ঘর ভস্মীভূত হয়ে যায়। ফলে এক টুকরো কাপড়ও বের করতে পারেনি বলে নিশ্চিত করেন স্থানীয়রা।
এ খবর পাওয়ার সাথে সাথে স্থানীয় সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর পক্ষ থেকে নগদ অর্থ ও ঢেউ টিন প্রদান করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আবছার বলেন এমপি মহোদয়ের পক্ষ থেকে নগদ অর্থ ও ঢেউ টিন দেওয়া হয়েছে। আমিও নগদ অর্থ ও খাদ্য সামগ্রী প্রদান করেছি। ভবিষ্যতেও পরিবারটির পাশে থাকার কথা জানান ইউপি চেয়ারম্যান। ক্ষতিগ্রস্ত ছালমা আক্তার স্বামী ও তিন মেয়েকে নিয়ে বাপের বাড়িতে নিজস্ব ঘরে স্থায়ী বসবাস করে আসছিলো বলে জানান ছালমা আক্তারের ভাই মোহাম্মদ হেলাল। আগুনে পুড়ে সব হারিয়ে একেবারেই নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ খোরশেদ আলম বলেন এমপি মহোদয় ও চেয়ারম্যান মহোদয়ের সহায়তাগুলো ছালমা আক্তারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় বিত্তশালী ব্যক্তিবর্গদেরও সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানান ইউপি সদস্য মোহাম্মদ খোরশেদ আলম।