রাউজানের ডাবুয়ায় দলীয় নেতাকর্মীদের মাঝে কম্বল উপহার

- আপডেট সময় : ০৮:৪৬:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫ ১৬ বার পড়া হয়েছে

রাউজান (প্রতিনিধি):
রাউজানের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশেনায় ডাবুয়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আরিফ উদ্দিনের তত্বাবধানে দলীয় নেতা কর্মিদের মাঝে শীতবস্ত্র কম্বল উপহার স্বরুপ প্রদান করা হয়েছে। ২৬ জানুয়ারি রবিবার সন্ধ্যায় ডাবুয়া হাছানখীল ফুলটিলাস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাবুয়া ইউনিয়ন বিএনপি নেতা এরশাদ চৌধুরী। ছাত্রদল নেতা মোহাম্মদ আবু তাহের রাফুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন ডাবুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আরিফ উদ্দিন, ডাবুয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুল শুক্কুর, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ নুরুল ইসলাম, শ্রমিক দল নেতা মোহাম্মদ রফিক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাজী বাদশা, বিএনপি নেতা কাজী জাহাঙ্গীর আলম, আব্দুল মান্নান, মোহাম্মদ রফিক, ডাবুয়া ইউনিয়ন যুবদল নেতা টিপু দে,যুবদল নেতা মোহাম্মদ হেলাল, মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ লোকমান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রহিম বাদশা, যুগ্ম আহবায়ক মোহাম্মদ ইকবাল হোসেন, মোহাম্মদ এরশাদ, যুবদল নেতা মোহাম্মদ কালু, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ মুনিক, মোহাম্মদ সুজন, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ মামুন, মোহাম্মদ মোস্তাফা, মোহাম্মদ হাসান, ছাত্রদল নেতা মোহাম্মদ রবিন সহ অন্যন্যা নেতৃবৃন্দ। এর আগে মাসব্যাপী ডাবুয়া ইউনিয়নের আওতাধীন ৯ টি ওয়ার্ডের প্রায় এক হাজার নারী পুরুষের মাঝে আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় এবং ডাবুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। দলীয় নেতাকর্মীদের মাঝে বিতরণের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ কর্মসৃচির সমাপ্তি ঘোষণা করা হয়।