রইছপুর সমাজ কল্যাণ পরিষদের ১৮তম প্রতিষ্ঠ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

- আপডেট সময় : ০৯:৩৬:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ ১৪ বার পড়া হয়েছে

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন,ক্রাইম রিপোর্টার সাতক্ষীরা।।
মঙ্গলবার (৭ই) জানুয়ারি বিকাল ০৫ টায় সাতক্ষীরা পৌর সাত নং ওয়ার্ডে রইছপুর সমাজ কল্যাণ পরিষদ ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প এবং অনুষ্ঠানের শেষে ছাগল বিতরণ করেন।
এ সময়ে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন মুহাদ্দিস আব্দুল খালেক,কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব তাসকিন আহমেদ চিশতী সাবেক মেয়র, সাতক্ষীরা পৌরসভা। মোঃ জাহিদুল ইসলাম (বকুল) শহর আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাওলানা মোঃ আব্দুল মোমিন, সভাপতি, রইছপুর সমাজ কল্যাণ পরিষদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সকল সদস্য বৃন্দ, সদস্যরা হলেন সভাপতি মাওলানা মোঃ আব্দুল মোমিন সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান (পলাশ) সহ-সভাপতি মাওলানা মোঃ আমিনুর রহমান সাধারণ সম্পাদক মাষ্টার মোঃ নাসির উদ্দীন সহ-সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবু জাহের সহ-সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন (বাবু) সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমিন কোষাধ্যক্ষ মোঃ আব্দুল আহাদ প্রচার সম্পাদক মোঃ আব্দুল ওয়াজেদ দপ্তর সম্পাদক মোঃ ইয়াহিয়া হাফেজ কার্যকরী সদস্য মাওলানা মোঃ নূরুল হক মাওলানা মোঃ আব্দুর রহিম মোঃ আলমগীর হোসেন মোঃ কামাল উদ্দীন মোঃ আনোয়ার হোসেন (আঙ্গুর)। এবং সাধারণ জনগণ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে রইছপুর সমাজ কল্যাণ পরিষদে ১৮তম প্রতিষ্ঠ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার শেষে পাঁচটি ছাগল বিতরণ করেন অসহায় পরিবারের মাঝে।