রংপুর হাইওয়ে পুলিশ সুপারের সাথে সাংবাদিক মানিক মিয়ার সৌজন্য সাক্ষাৎ

- আপডেট সময় : ১২:০৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫ ৬২ বার পড়া হয়েছে

সেলিম চৌধুরী
জেলা প্রতিনিধি, রংপুর:
রংপুর হাইওয়ে পুলিশের সম্মানিত পুলিশ সুপার – মোহাম্মদ তারিকুল ইসলাম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাংবাদিক মোঃ মানিক মিয়া ও সাংবাদিক মোঃ মাসুম পারভেজ। গতকাল মঙ্গলবার বিকেল ৪ টায় পুলিশ সুপারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতকালে সাংবাদিকতা, সড়ক নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনার পাশাপাশি উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা ও তথ্য আদান-প্রদানের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি নিয়ে মতবিনিময় করেন।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “জনসচেতনতা বাড়াতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাংবাদিকদের সহযোগিতায় সড়ক দুর্ঘটনা রোধ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব।”
সাক্ষাৎ শেষে পুলিশ সুপার, সাংবাদিক মোঃ মানিক মিয়া আর সাংবাদিক মোঃ মাসুম পারভেজ কে, শুভেচ্ছা স্মারক উপহার দেন।
এই সৌজন্য সাক্ষাৎকে ঘিরে পুলিশ ও গণমাধ্যমের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন উভয় পক্ষ।