রংপুর বিভাগের শ্রেষ্ঠ ৪০ জন অদম্য নারীকে সম্মাননা প্রদান

- আপডেট সময় : ১১:৪০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫ ১৭ বার পড়া হয়েছে

সেলিম চৌধুরী
জেলা প্রতিনিধি, রংপুর
গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় রংপুর পর্যটন মোটেল কনফারেন্স রুমে রংপুর বিভাগের শ্রেষ্ঠ ৪০ জন অদম্য নারীকে “সম্মাননা পুরুষ্কার ২০২৪” প্রদান করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তর।
রংপুরের বিভাগীয় কমিশনার জনাব মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) জনাব কেয়া খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মজিদ আলী বিপিএম, রংপুর রেঞ্জের ডিআইজি জনাব মোঃ আমিনুল ইসলাম, রংপুরের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রবিউল ফয়সাল। আরো উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক জনাব মোঃ মনির হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে রংপুর বিভাগের অদম্য নারীদের অসামান্য অবদান রাখার জন্য ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক কেয়া খান বলেন, নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করতে পুরুষদের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নারীদের দেশের এবং জাতির জন্য বিশেষ অবদান রাখার আহবান জানান। এসময় অন্যান্য বক্তারাও নারীদের বিভিন্ন অবদানের কথা উল্লেখ করে বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে রংপুর বিভাগের ৪০ জন শ্রেষ্ঠ অদম্য নারীকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।