রংপুর জেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণের শপথ গ্রহন অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৮:৪৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪ ৭২ বার পড়া হয়েছে

সেলিম চৌধুরী,জেলা প্রতিনিধি,রংপুর ঃ
আজ বুধবার (৩ জুলাই) সকাল ১০ টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ (তৃতীয় ও চতুর্থ ধাপ)-এ রংপুর বিভাগে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জনাব মোঃ আবু জাফর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার জনাব মোঃ জাকির হোসেন। এতে রংপুর বিভাগের ১৭টি উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণ শপথ গ্রহণ করেন।
শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোঃ জাকির হোসেন, শপথ গ্রহণ শেষে তিনি নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, জনগণ আপনাদেরকে ভোট দিয়ে বিজয়ী করেছেন, আপনারা যেন জনগণের পাশে থেকে, তাঁদের সমস্যা গুলো চিহ্নিত করে সমাধানের জন্য কাজ করেন। যার যে দায়িত্ব তা সঠিক ভাবে পালন করার আহবান জানান তিনি।
স্হানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জনাব মোঃ রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, জনাব মোহাম্মদ মোবাশ্বের জনাব মোঃ আব্দুল বাতেন, বিপিএম (বার) পিপিএম, ডিআইজি , জনাব মোঃ মনিরুজ্জামান বিপিএম (বার), পিপিএম (বার), পুলিশ কমিশনার, আরপিএমপি ও পুলিশ সুপার জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী বিপিএম প্রমূখ।