রংপুর আদালত প্রাঙ্গণে আগত বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার (ন্যায়কুঞ্জ) উদ্বোধন

- আপডেট সময় : ১০:৪৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪ ৮৭ বার পড়া হয়েছে

সেলিম চৌধুরী,জেলা প্রতিনিধি, রংপুর :-
গত কাল বৃহস্পতিবার (২৩ মে) সকাল ১০ টায় বাংলাদেশের প্রধান বিচারপতি জনাব ওবায়দুল হাসান রংপুর আদালত প্রাঙ্গণে আগত বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার (ন্যায়কুঞ্জ)-এর শুভ উদ্বোধন করেন। ন্যায়কুঞ্জ উদ্বোধনকালে হাইকোর্টের বিচারপতি এ কে এম সাইফুর রহমান, রংপুরের জেলা জজ এবং বিভিন্ন আদালতের বিচারকগণ উপস্থিত ছিলেন।
এরপর সার্কিট হাউসে জেলা পুলিশ রংপুরের পক্ষ থেকে জেলা পুলিশ সুপার জনাব মো: ফেরদৌস আলী চৌধুরী বিপিএম মাননীয় প্রধান বিচারপতিকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) উপহার দেন।এসময় উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার জনাব মোঃ জাকির হোসেন, জনাব মোঃ আবদুল বাতেন, বিপিএম, মোঃ মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন, রংপুর; জনাব মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা প্রশাসক, রংপুরসহ বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ।