ঢাকা ১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরিপুরে সরাসরি গোখরা সাপ দিয়ে ঐতিহ্যবাহী পাতা খেলা দক্ষিণ রাউজানে মহানবমী পূজা উদযাপন ফেনী পৌরসভার উদ্যোগে ১৯টি পূজা মন্ডপে অনুদানের চেক বিতরণ বিজয়া দশমী অনুষ্ঠানে পুলিশ সুপার হাবিবুর রহমান এবং জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুল ইসলাম পশ্চিম গুজরায় জ্বালা কুমারী তরুণ সংঘে উগ্যােগে দুর্গোৎসব উদযাপন না ফেরার দেশে পাড়ি জমালেন ভাষা সংগ্রামী আহমদ রফিক গাজীপুরে হাইওয়ে রোডে দেহ ব্যবসার আড়ালে চাঁদাবাজি, এলাকাবাসীর প্রশাসনের হস্তক্ষেপ দাবি ঝিনাইদহে বাসচাপায় শিশুসহ ২ জন নিহত রাণীশংকৈলে সিঁদুর খেলার মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব দুমকীতে পূজা মন্ডপে এনসিপির শুভেচ্ছা বিনিময়

রংপুর অচল করে দেয়ার হুমকি দিলেন বিএনপির নেতাকর্মীরা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:২৭:২৩ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫ ১০৮ বার পড়া হয়েছে

বাকৃবি প্রতিনিধি:

নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বেগম খালেদা জিয়ার ভাগনে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নিঃশর্ত মুক্তি না দিলে রংপুর অঞ্চল অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। গত কয়েকদিন ধরে তুহিনের মুক্তির দাবিতে নীলফামারী, সৈয়দপুর, কিশোরগঞ্জসহ বিভিন্ন এলাকায় মানববন্ধন ও সমাবেশ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত শনিবার দুপুরে বিভিন্ন পেশাজীবী সংগঠন ও রংপুরস্থ নীলফামারীবাসীর ব্যানারে রংপুর প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধন থেকে তুহিনের মুক্তির দাবি ও রংপুর অঞ্চল অচল করে দেয়ার হুশিয়ারি জানানো হয়।

রবিবার (৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন এগ্রিকালচারিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) রংপুর আঞ্চলিক চ্যাপ্টারের মহাসচিব ড. মো. মোস্তাহেদ হোসেন ফায়ার।

ড. মো. মোস্তাহেদ হোসেন ফায়ার বলেন, ইঞ্জিনিয়ার শাহারিন ইসলাম তুহিন একজন পরিছন্ন রাজনীতিবিদ। তিনি পেশাজীবীদের অহংকার। তার বিরুদ্ধে তৎকালীন ফখরুদ্দিন সরকার নিজ এলাকা ডোমার-ডিমলাসহ গোটা নীলফামারী ঘুরেও এই সৎজন মানুষের বিরুদ্ধে কোন অভিযোগ দায়ের করতে না পেরে জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড ও দুদককে ব্যবহার করে তার বিরুদ্ধে তিনটি মিথ্যা মামলা দায়ের করেন। শুধু তাই নয় ২০০৮ সালে তরিঘড়ি করে আদালতকে প্রভাবিত করে মামলার রায় প্রদান করেন। সেখানে তাকে কর ফাঁকির মামলায় আদালত একটিতে তিন বছর ও একটিতে পাঁচ বছর রায় প্রদান করে।

তিনি আরো বলেন, দুদকের একটি মামলায় তাকে আদালত দশ বছর সাজা দেন। রায় ঘোষণার দীর্ঘ প্রায় ১৭ বছর পর ২৯ এপ্রিল ২০২৫ সালে তিনি আদালতে আত্মসমর্পণ করে। এইদিন আত্মসমর্পণের পর দুটি পৃথক আদালতের বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রংপুরের মানববন্ধনে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিজু, মহানগর বিএনপি সদস্য সচিব এ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, জেলা বিএনপির সদস্য জেলা যুবলের সভাপতি নাজমুল ইসলাম নাজু, জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, যুবদল নেতা মনিরুজ্জামান সুইডেন, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম। পেশাজীবী সংগঠনের মধ্যে ইঞ্জিনিয়ার আলতাফ, রফিক, ডাক্তার নিখিল রায়, কৃষিবিদ হালিম, কৃষিবিদ লাভলু, অ্যাডভোকেট শফি, জিয়া পরিষদের রোকনুজ্জামান রোকন, তানজিমসহ অনেকেই।

বক্তারা বলেন জিয়া পরিবারের অন্যতম সদস্য নীলফামারীর অভিভাবক ইঞ্জিনিয়ার ইসলাম শাহরিন ইসলাম তুহিন এর নিঃশর্ত মুক্তি দিতে হবে তা না হলে আগামীতে ধরনের কর্মসূচি পালন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৈনিক বাংলাদেশের চিত্র একটি অনলাইন নিউজ পোর্টাল। এই পত্রিকার মূল স্লোগান হলো "সত্য প্রকাশে আপোষহীন"।আমরা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা বলি।একজন অসহায় মানুষের পাশে দাড়িয়ে অন্যায় প্রতিরোধে সাহায্য করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা গনমানুষের কথা বলে।
ট্যাগস :

রংপুর অচল করে দেয়ার হুমকি দিলেন বিএনপির নেতাকর্মীরা

আপডেট সময় : ০৯:২৭:২৩ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

বাকৃবি প্রতিনিধি:

নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বেগম খালেদা জিয়ার ভাগনে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নিঃশর্ত মুক্তি না দিলে রংপুর অঞ্চল অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। গত কয়েকদিন ধরে তুহিনের মুক্তির দাবিতে নীলফামারী, সৈয়দপুর, কিশোরগঞ্জসহ বিভিন্ন এলাকায় মানববন্ধন ও সমাবেশ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত শনিবার দুপুরে বিভিন্ন পেশাজীবী সংগঠন ও রংপুরস্থ নীলফামারীবাসীর ব্যানারে রংপুর প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধন থেকে তুহিনের মুক্তির দাবি ও রংপুর অঞ্চল অচল করে দেয়ার হুশিয়ারি জানানো হয়।

রবিবার (৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন এগ্রিকালচারিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) রংপুর আঞ্চলিক চ্যাপ্টারের মহাসচিব ড. মো. মোস্তাহেদ হোসেন ফায়ার।

ড. মো. মোস্তাহেদ হোসেন ফায়ার বলেন, ইঞ্জিনিয়ার শাহারিন ইসলাম তুহিন একজন পরিছন্ন রাজনীতিবিদ। তিনি পেশাজীবীদের অহংকার। তার বিরুদ্ধে তৎকালীন ফখরুদ্দিন সরকার নিজ এলাকা ডোমার-ডিমলাসহ গোটা নীলফামারী ঘুরেও এই সৎজন মানুষের বিরুদ্ধে কোন অভিযোগ দায়ের করতে না পেরে জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড ও দুদককে ব্যবহার করে তার বিরুদ্ধে তিনটি মিথ্যা মামলা দায়ের করেন। শুধু তাই নয় ২০০৮ সালে তরিঘড়ি করে আদালতকে প্রভাবিত করে মামলার রায় প্রদান করেন। সেখানে তাকে কর ফাঁকির মামলায় আদালত একটিতে তিন বছর ও একটিতে পাঁচ বছর রায় প্রদান করে।

তিনি আরো বলেন, দুদকের একটি মামলায় তাকে আদালত দশ বছর সাজা দেন। রায় ঘোষণার দীর্ঘ প্রায় ১৭ বছর পর ২৯ এপ্রিল ২০২৫ সালে তিনি আদালতে আত্মসমর্পণ করে। এইদিন আত্মসমর্পণের পর দুটি পৃথক আদালতের বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রংপুরের মানববন্ধনে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিজু, মহানগর বিএনপি সদস্য সচিব এ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, জেলা বিএনপির সদস্য জেলা যুবলের সভাপতি নাজমুল ইসলাম নাজু, জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, যুবদল নেতা মনিরুজ্জামান সুইডেন, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম। পেশাজীবী সংগঠনের মধ্যে ইঞ্জিনিয়ার আলতাফ, রফিক, ডাক্তার নিখিল রায়, কৃষিবিদ হালিম, কৃষিবিদ লাভলু, অ্যাডভোকেট শফি, জিয়া পরিষদের রোকনুজ্জামান রোকন, তানজিমসহ অনেকেই।

বক্তারা বলেন জিয়া পরিবারের অন্যতম সদস্য নীলফামারীর অভিভাবক ইঞ্জিনিয়ার ইসলাম শাহরিন ইসলাম তুহিন এর নিঃশর্ত মুক্তি দিতে হবে তা না হলে আগামীতে ধরনের কর্মসূচি পালন করা হবে।