রংপুরে যৌথ বাহিনীর বিষেশ অভিযানে দুই জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

- আপডেট সময় : ০৮:০৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫ ১৯ বার পড়া হয়েছে

সেলিম চৌধুরী,জেলা প্রতিনিধি,রংপুরঃ
গত ৩০ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৮ টা ৪০ মিনিট থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এ অভিযানে রংপুরের তাজহাট থানা এরিয়ায় এ অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। যৌথ বাহিনীর বিশেষ অভিযানে আসামি ১/ শ্রী হৃদয় কুমার (২৫), পিতাঃ আমিরেন্দ্র নাথ, গ্রামঃ বরভিটা, পোঃ বরভিটা, থানাঃ ফুলবাড়ী, জেলাঃ কুড়িগ্রাম। ও আসামি ২/ সৌরভ কুমার (১৮), পিতাঃ শ্রী হরি কান্ত রায়, গ্রামঃ উত্তর বরভিটা, পোঃ নিউ বরভিটা, থানাঃ ফুলবাড়ী, জেলাঃ কুড়িগ্রাম কে ৪ কেজি গাজা, ১ টি ইনফিনিক্স হট-৩০ মডেল অ্যান্ড্রয়েড মোবাইল, ১ টি টেকনো স্পার্ক মডেল অ্যান্ড্রয়েড মোবাইল সহ গ্রেফতার করে যৌথ বাহিনী।যৌথ বাহিনীর সূত্রে জানা যায়, আসামি “হৃদয় কুমার ও সৌরভ কুমার” দীর্ঘদিন ধরে গাজা ব্যবসার সঙ্গে জড়িত ছিলো । গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
আটক ব্যক্তিকে জব্দকৃত মালামাল সহ আইনি প্রক্রিয়ার জন্য তাজহাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন যৌথ বাহিনী।
এ অভিযান মাদকবিরোধী কার্যক্রমকে আরও জোরদার করবে বলে যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।এলাকার সচেতন মহল যৌথ বাহিনীর এ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে।