রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের মাঝে ১ কোটি ৭২ লাখ টাকার চেক বিতরণ

- আপডেট সময় : ০৪:৫৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫ ২০ বার পড়া হয়েছে

সেলিম চৌধুরী
জেলা প্রতিনিধি, রংপুরঃ
গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত যোদ্ধাদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তিনি বলেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সারাদেশে জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে। আহত ও শহীদ পরিবারকে পুনর্বাসন করতে সাধ্যমতো সহায়তা করে যাচ্ছে এ ফাউন্ডেশন। পর্যায়ক্রমে আহত যোদ্ধাদের সহায়তা পৌঁছে দেওয়া হবে বলে জানান ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
অনুষ্ঠান ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত রংপুর জেলার ১৭২ জনকে এক লাখ টাকা করে মোট এক কোটি ৭২ লাখ টাকা বিতরণ করা হয়। ফাউন্ডেশনের সিইও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, অতীতে দেশে এতো পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কি-না, সেটা খুঁজে পাওয়া দুষ্কর। এ সময় আহত এবং শহীদদের তালিকা যেন কেউ প্রশ্নবিদ্ধ করতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে বলে জানান তিনি।
চেক বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সরকারের পরিচালক আবু জাফর, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মজিদ আলী, জেলা প্রশাসক রবিউল ফয়সাল, জেলা পুলিশ সুপার আবু সাইমসহ জেলা ও মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আবু সাঈদ-মুগ্ধদের মতো অসংখ্য তরুণের দূরন্ত সাহসের কাছে হার মেনেছে শেখ হাসিনার স্বৈরশাসন। জুলাইয়ে শুরু হওয়া রক্তাক্ত বিপ্লবের চূড়ান্ত পরিণতি পায় ৫ আগস্ট, বৈষম্যবিরোধী ছাত্রদের ভাষায় যা ৩৬ জুলাই। সেই নামানুসারে গণঅভ্যুত্থানে হতাহতদের সহায়তায় প্রতিষ্ঠিত হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।
উল্লেখ্য, প্রাথমিকভাবে প্রতিটি শহীদ পরিবারকে পাঁচ লাখ এবং আহত ব্যক্তিদের এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। গত ২ নভেম্বর থেকে ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ ব্যানারে এই সহায়তা প্রদান কার্যক্রম শুরু হয়।