রংপুরে পূর্ব শত্রুতার জেরে বেধড়ক মারপিট ও প্রাণনাশের হুমকি

- আপডেট সময় : ০৫:৪১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ ৪২ বার পড়া হয়েছে

সেলিম চৌধুরী,জেলা প্রতিনিধি, রংপুরঃ রংপুর নগরীর দেওডোবা বানিয়াপাড়ার বাসিন্দা মুকুল মিয়ার সাথে একই এলাকার বাসিন্দা মোঃ জয়নাল আবেদীনর সঙ্গে পূর্ব শত্রুতার জেরে বেধড়ক মারধর ও প্রাননাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
এজাহার সুত্রে জানা যায়, প্রতিদিনের মতোই বাসার সামনে বাঁশের খুঁটিতে গরু বেঁধে রাখেন পূর্ব শত্রুতার জেরে মোঃ জয়নাল আবেদীন গরুটিকে পিটালে, গরুটি তখনই মারা যায় এরই ধারাবাহিকতায় দুই পক্ষের মাঝে কথা কাটাকাটি হয়। গরু মারা গেলে সেদিনেই আবারও দুপক্ষের মধ্যে ঝগড়া হয়, একটু পরে আনুমানিক সকাল ৯ টায় মুকুল মিয়া মুদি দোকানে বাজার করতে গেলে, মোঃ জয়নাল আবেদীন, মোঃ আশিক ও মোছাঃ আরজিনা বেগম পূর্বপরিকল্পনা অনুযায়ী আটক করে বেধড়ক মারপিট করে, আশঙ্কা গুরুতর হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগের সত্যতা জানতে অভিযুক্তদের সাথে কথা বলার বারং বার চেষ্টা করলেও কথা বলতে অস্বীকার করে এবং প্রভাব দেখানোর চেষ্টা করে।এ ব্যাপারে কোতোয়ালি থানার এসআই বলেন, ‘বিষয়টি আসলেই অনেক মর্মান্তিক, ভুক্তভোগী লিখিত অভিযোগ দিয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।