রংপুরে পীরগাছায় বুড়িমারী এক্সপ্রেসের যাত্রা বিরতির দাবি
- আপডেট সময় : ১২:০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪ ৭৯ বার পড়া হয়েছে
সেলিম চৌধুরী, জেলা প্রতিনিধি, রংপুর:
রংপুরের পীরগাছা উপজেলার রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতির দাবিতে পীরগাছা নাগরিক কমিটির নেত্রে গণ অবস্থান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২মার্চ) রাত ৯ টা দিকে পীরগাছা স্টেশন চত্বরে পীরগাছা নাগরিক কমিটির নেত্রে এই গণ অবস্থান ও মানববন্ধন কর্মসূচি করা হয়। এতে দল মত নির্বিশেষে সকলে অংশগ্রহণ করেন। এতে উপস্থিত ছিলেন নাগরিক কমিটির আহ্বায়ক ও পীরগাছা বাজার দোকান মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আমিরুল ইসলাম রাঙ্গা, পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, পীরগাছা উপজেলার চেয়ারম্যান মাহবুবুর রহমান মাহবুব, পীরগাছা উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আফছার আলী,পীরগাছা উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াজেদ আলী সরকার, পীরগাছা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল হক মুন্সী সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম ও পীরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রাজিব মুন্সি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ সহ প্রমূখ। এ সময় পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ মিলন বলেন আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে। এদিকে ট্রেনটি লালমনিরহাটের পাটগ্রাম, বড়খাতা, হাতীবান্ধা, তুষভান্ডার, লালমনিরহাট, কাউনিয়া, গাইবান্ধ, বোনারপাড়া, বগুড়া, সান্তাহার, নাটোর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি করবে। অন্যদিকে রংপুরের পীরগাছায়, লালমনিহাটের আদিতমারিতে, গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় ট্রেনটির যাত্রা বিরতি না রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন এসব এলাকায় সাধারণ মানুষজন।