রংপুরের মিঠাপুকুরে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

- আপডেট সময় : ১১:২৮:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪ ১৭৪ বার পড়া হয়েছে

সেলিম চৌধুরী
জেলা প্রতিনিধি,রংপুর:-
রংপুরের মিঠাপুকুরে আউশ ধান ও পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপজেলার ৩০৫০ জন সুবিধাভোগী কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার( ৪ মার্চ) দুপুর ১ টায় উপজেলার বেগম রোকেয়া অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও রংপুর-৫ আসনের সাংসদ জনাব জাকির হোসেন সরকার। আরোও উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবু নিরাঞ্জন মহন্ত,মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার জেসমিন,উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আবেদীন,মিঠাপুকুর থানা অফিসার্স ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ প্রমূখ।
এসময় উপজেলার ৭৬০ জন পাট চাষীদের মাঝে এক কেজি করে বীজ, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাধ্যমে ১ কেজি বীজ,৫ কেজি ইউরিয়া ও ৫ কেজি ডিওপি সার বিতরণ করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ৩০৫০ জন কৃষকের মাঝে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি করে ইউরিয়া,ডিওপি ও এমওপি সার বিতরণ করা হয়।