রংপুরের মিঠাপুকুরে পুলিশের ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:৩৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪ ৮৪ বার পড়া হয়েছে
সেলিম চৌধুরী, জেলা প্রতিনিধি, রংপু
গতকাল মঙ্গলবার (১২ মার্চ) রংপুরের মিঠাপুকুর থানার আয়োজনে জনাব মোঃ নজরুল ইসলাম, অফিসার ইনচার্জ, মিঠাপুকুর থানা, রংপুর এর সভাপতিত্বে ১৪ নং দূর্গাপুর ইউনিয়ন পরিষদ হল রুমে ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সুলতানা রাজিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রংপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু হাসান মিয়া, সহকারী পুলিশ সুপার, ডি সার্কেল, রংপুর ও জনাব মোঃ সাইদুর রহমান চেয়ারম্যান, ১৪নং দূর্গাপুর ইউনিয়ন পরিষদ, মিঠাপুকুর, রংপুরসহ , বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ ও অত্র ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার সাধারণ মানুষ।
প্রধান অতিথি সকলের উদ্দেশ্যে বলেন, পুলিশ জনগণের বন্ধু। রংপুর জেলা পুলিশ অত্র জেলার জনসাধারণের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যেকোনো প্রয়োজনে পুলিশ জনগণের পাশে থাকবে এবং সর্বোচ্চ সেবা প্রদান করবে। এজন্য পুলিশকে যথাসময়ে সঠিক তথ্য দিয়ে সহায়তা করার জন্য তিনি উপস্থিত সবার প্রতি আহবান জানান।