যেভাবে কোরবানির ঈদে মিলতে পারে ৯ দিনের ছুটি

- আপডেট সময় : ১১:২০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪ ৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আশরাফ
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। অনেক আগ থেকেই শুরু হয় ঈদের আমেজে। ছুটি নিয়ে হিসাবনিকাশ শুরু হয়ে যায় সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের।শুক্রবার (৭ জুন) বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে আগামী ১৭ জুন (সোমবার) পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে।এবার ঈদুল আজহার ছুটি থাকবে ১৬ -১৮ জুন। এর আগে ১৪ ও ১৫ জুন শুক্র ও শনিবার। সব মিলিয়ে এবারের ঈদে সরকারি চাকরিজীবীদের ছুটি হবে পাঁচ দিনের। তার সঙ্গে দুদিনের ছুটির ব্যবস্থা করতে পারলেই পেয়ে যেতে পারেন ৯ দিনের ছুটি।অর্থাৎ ঈদের ছুটি শেষে ওই সপ্তাহের দুদিন বুধ ও বৃহস্পতিবার (১৯ ও ২০ জুন) ছুটি ম্যানেজ করতে পারলে তার সঙ্গে আবারও সাপ্তাহিক ছুটি মিলে তা ৯ দিনে গিয়ে দাঁড়াবে। ১৭ জুন ঈদ হবে, আর ছুটি কাটানো যাবে ১৪ থেকে ২২ জুন পর্যন্ত।ঈদুল আজহা মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম উৎসব এবং ত্যাগের উৎসব। ঈদুল আজহার দিনে বিশ্বব্যাপী পশু কোরবানি দেওয়া হয়।চাঁদ দেখা সাপেক্ষে ইসলামের ১২ মাসের সূচনা হয়। জিলহজ মাসের চাঁদ দেখার মাধ্যমে হজ ও পবিত্র ঈদুল আজহা কবে উদ্যাপন করা হবে তা নির্ধারণ করা হয়।আরবি চান্দ্র বর্ষপঞ্জিকা অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদ্যাপন করে মুসলিম সম্প্রদায়ের মানুষজন।