যশোর সদর উপজেলা লেবুতলা ইউনিয়ন এর উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৬:৩০:০৫ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ বার পড়া হয়েছে

সুলাইমান কবির রাব্বি, জেলা প্রতিনিধি: যশোর
বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করার লক্ষ্যে সারাদেশে ইউনিয়ন ভিক্তিক কৃষক সমাবেশ এর আয়োজন করেন লেবুতলা ইউনিয়ন কৃষকদল। এতে সভাপতিত্ব করেন লেবুতলা ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোস্তফা মনোয়ারুল ইসলাম হ্যাপি।
আজ ০৫/০২/২০২৫ইং বুধবার ঐতিহাসিক কৃষক সমাবেশ সফল করার লক্ষ্যে লেবুতলা ইউনিয়নের বিএনপির নেতৃত্বে বিশাল মিছিল সহকারে অংশগ্রহণ করেন।
ঐতিহাসিক কৃষক সমাবেশে প্রধান অতিথি জনাব অনিন্দ্য ইসলাম অমিত, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটি। সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন, যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম।
লেবুতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা মনোয়ারুল ইসলাম হ্যাপি সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর জেলা কৃষকদলের আহবায়ক উপাধ্যক্ষ মকবুল হোসেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান খাঁন, গোলাম রেজা দুলু, সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান কচি, জেলা সেচ্চাসেবক দলের সাধারণ সম্পাদক আমীর ফয়সাল, থানা বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, থানা বিএনপি নেতা আসাদুজ্জামান শাহিন, আলাউদ্দিন আলা, ইদ্রিস আলী,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও লেবুতলা ইউনিয়ন বিএনপির নেতা আবুল কালাম আজাদ সহ প্রমূখ।