যশোর শহরে আইটি পার্কের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা।
- আপডেট সময় : ১২:৩০:২০ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪ ১০৪ বার পড়া হয়েছে
যশোর শহরে আইটি পার্কের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা।
নিজেস্ব প্রতিনিধি
আজ দুপুর ১২ ঘটিকায় যশোর শহরে প্রাণকেন্দ্র যশোর কোল্ড স্টোর মোর,আইটি পার্কের সামনে একটি ট্রাক ও একটি ভ্যানের সংঘর্ষ হয়। ট্রাকটি যশোর মনিহার থেকে খুলনামুখী যাওয়ার সময় কোল্ড স্টোর মোরে গতি নিয়ন্ত্রণ হারিয়ে আইটি পার্কের পাশে একটি ভ্যানের উপর উঠিয়ে দেয়। এতে করে ভ্যান চালক গুরুতর ভাবে আহত হয়। ট্রাক চালক মুহূর্তে ট্রাক রেখে পালিয়ে যাচ্ছিল এমতাবস্থায় আশেপাশের লোকজন তাকে আটক করে। সেই ট্রাক চালক জানায় অতিমাত্রায় নেশাদ্রব্য সেবন করে সে যশোর থেকে খুলনা যাচ্ছিল।পথিমধ্যে তার হঠাৎ করে মাথা ঘুরিয়ে ওঠে এবং অতিরিক্ত নেশা দ্রব্য সেবন করার কারণে বেপরোয়া গতিতে ওই ভ্যান চালকের উপর ট্রাক চালিয়ে দেয়। আশেপাশের লোকজনের মুখে জানা যায় ট্রাকের গতি অনেক বেশি ছিল। ভ্যানচালকে আহত অবস্থায় যশোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। ট্রাকের নাম্বার
(ঝিনেদাহ- ট ১১-০৯৬৪)
ঘটনাস্থলে কোন পুলিশ দেখা যায়নি। একটি হাইওয়েতে এভাবে দুর্ঘটনা এড়াতে কোন পদক্ষেপও দেখা যায় না।
এভাবেই দিন দিন হাইওয়েতে দুর্ঘটনার সংখ্যা বেড়ে চলেছে। অতিরিক্ত গতি হওয়ার কারণে দুর্ঘটনা দিন দিন বেড়ে চলেছে।