যশোর লেবুতলা ইউনিয়নে সরকারী খালের মাটি কেটে বিক্রয়

- আপডেট সময় : ১০:৩৬:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ ৩২ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিনিধি,দৈনিক বাংলাদেশের চিত্র: যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের এনায়েতপুর গ্রামের দাউদ হোসেন। ক্ষমতার জোরে সরকারী খালের মাটি কেঁটে বিক্রয় করছে অবাধে। উক্ত খালটি খাজুরা বাঘারপাড়ার চিত্র নদীর সাথে সংগযোগ হয়েছে।এই খাল দিয়ে বর্ষার সময় বিলে পানি নিষ্কাশনের একমাত্র ব্যবস্থা।মাঠটিতে কয়েক শত জমি রয়েছে সাথে বিল সবমিলিয়ে কৃষকের একটি ভরসা এই খাল।৫ আগস্টের পর ক্ষমতার রদবদলের পর এই দাউদ নিজের আদিপত্য এবং ক্ষমতার বলে স্কে- মিটার দিয়ে খালের পাড় কেটে মাটি বিক্রয় করে আসছে প্রায় ১০/১২ দিন ধরে।
এলাকাবাসী ভয়ে কোন কিছু বলতে পারেনি।যখন ঘটনাটি অনলাইনে চলে আসে তারপর সাময়িকভাবে বন্ধ আছে।শুধু তাই নয় খালের পাড়ে বন বিভাগের অর্থায়নে খেজুরগাছ লাগানো ছিলো সেগুলো পূর্ণবয়স্ক গাছ যা এই আক্তা ভেকু দিয়ে উপড়ে ফেলেছে।নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে বলেছে এই আক্তার বিএনপি রাজনীতিতে সম্পৃক্ত।দুঃখের বিষয় এমন ঘটনা ১০/১২ দিন ধরে হয়ে আসছে কোথায় ছিলো প্রশাসন কিংবা বর্তমান রাজনৈতিক দলের নেতার। নাকি শর্ষের ভেতর ভূত লুকিয়ে আছে।এলাকাবাসী এর সুষ্ঠ বিচার চেয়েছেন।