যশোর লেবুতলা ইউনিয়নে ছাত্রীকে উত্ত্যক্তসহ ছাত্রীর মা’কেও মারধর

- আপডেট সময় : ০৯:৫২:৪২ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫ ১৭৯ বার পড়া হয়েছে

যশোর গত ৬ মার্চ সকাল ১০টার দিকে সদর উপজেলার লেবুতলা বিশ্বাসপাড়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় মা-মেয়েকে মারধর ও জখম করার অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
মামলায় অভিযুক্তরা হলেন, লেবুতলা গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী বুলিনা খাতুন মিতা (৪০) ও তার ছেলে শাকিব হোসেন (১৯)।
মামলার এজাহারে ভুক্তভোগী ছাত্রীর পালিত মা শাহানারা খাতুন উল্লেখ করেছেন, তার মেয়ে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। স্কুলে যাতায়াতের পথে শাকিব প্রায়ই তাকে উত্যক্ত করত এবং কুপ্রস্তাব দিত। মেয়েটি এতে সাড়া না দিলে শাকিব ক্ষিপ্ত হয়ে উঠে। গত ৬ মার্চ সকাল ১০টার দিকে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকাকালে শাকিব তার মেয়ের সঙ্গে অশালীন আচরণ করে ও হাত ধরার চেষ্টা করে। মেয়েটি দৌড়ে বাড়ির ভেতরে গেলে শাকিবও পিছু ধাওয়া করে সেখানে প্রবেশ করে এবং তাকে জোর করে ধরার চেষ্টা চালায়। এ সময় মেয়েটির চিৎকার শুনে শাহানারা খাতুন এগিয়ে এলে শাকিবের মা বুলিনা খাতুনও সেখানে উপস্থিত হন। পরে মা ও ছেলেতে মিলে মা-মেয়েকে মারধর করেন এবং মেয়েটির গলায় থাকা সোনার চেইন ছিনিয়ে নেন।
চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে।
পরবর্তীতে ভুক্তভোগীরা থানায় অভিযোগ করলে পুলিশ মামলা গ্রহণ করে।