যশোর রেলগেটে আবারও যুবক খুন
- আপডেট সময় : ০৫:৩৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪ ১০২ বার পড়া হয়েছে
যশোর রেলগেটে আবারও যুবক খুন
যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ায় রমজান আলী নামে এক যুবক খুন হয়েছেন। বাড়ির সামনে খড়কি কলাবাগান এলাকার চিহিৃত মাদক-অস্ত্র কারবারী ও কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী পিচ্চি রাজা এলোপাতাড়ী কুপিয়ে হত্যা করেছে বলে পুলিশের একটি গোয়েন্দা সূত্রে জানা গেছে। নিহত রমজান আলী ফয়েজ শেখের ছেলে। তারা রেলগেটে বসবাস করলেও বাড়ি গোপালগঞ্জ জেলায়।
প্রাপ্ত তথ্যে জানা যায়, আজ শুক্রবার (৮ মার্চ) রাত ৮টার দিকে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন রমজান আলী (৩০)। এ সময় অতর্কিতভাবে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এমএম কলেজ রোড সংলগ্ন কলাবাগান এলাকার মাদক ও অস্ত্র কারবারী চক্রের অন্যতম সন্ত্রাসী পিচ্চি রাজা। তাৎক্ষণিক জখম রজমান আলীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনা হয়। কিন্তু জরুরী বিভোগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ভাষ্যমতে নিহতের শরীরে এলোপাতাড়ী কোপের চিহৃ রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
অভিযুক্ত কলাবাগান এলাকার পিচ্চি রাজা একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
কথিত বড়ভাইয়ের ছত্রছায়ায় থাকায় তাকে ডিস্ট্রাব করে না আইন-শৃঙ্খলা বাহিনী-এমন অভিযোগও পাওয়া গেছে কলাবাগান এলাকার একাধিক সূত্রে। এনিয়ে রেলগেট ও শংকরপুরে মাত্র কয়েকদিনের ব্যবধানে ৩ যুবক খুন হয়েছেন। তারা হলেন-আকাশ ও জুম্মান।
এদিকে, নিহত রজমানের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হাসপাতাল এলাকায় প্রচুর মানুষের ভিড় জমে উঠেছে।