যশোর মাগুরা মহাসড়কে বাস দুর্ঘনায় আহত এক স্কুল ছাত্রী

- আপডেট সময় : ০২:১২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে

নিজেস্ব সংবাদদাতা : আজ সকালে যশোর মাগুরা মহাসড়কে বাস দুর্ঘটনায় এক স্কুছাত্রী গুরুতর আহত হয়েছে।স্কুল ছাত্রীর নাম ফারিহা।ফারিহা খাজুরা এম এন মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। আজ সকালে অন্যদিনের মত বান্ধবীদের সাথে স্কুলে যাচ্ছিল তার বাসা কোদালিয়া থেকে।তারা গাড়ীর জন্য অপেক্ষা করছিলো। বাস আসলে তারা বাসে সকলেই উঠেছিলো শুধুমাত্র ফারিহা উঠতে পারেনি কিন্তু ড্রাইভার তখন গাড়ী ছেড়ে দেয় তখনই ফারিহা পড়ে চাকার নিচে এবং গাড়ীটি তার ওপর দিয়েই চলে যায়।
অন্তপর এলাকার লোকজন গাড়ীটি খাজুরা বাসস্ট্যান্ডে আটকে দেয়।এক পর্যায়ে পাশে থাকা এম এন মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বেরিয়ে আসে এবং বিক্ষুব্ধ ছাত্ররা আটকে থাকা দুর্ঘটনা কবলিত গাড়িটির জানালাগুলো ইটপাটকেল মেরে ভাংচুর করে এবং যশোর মাগুরা মহাসড়কটিতে গাছ ফেলে অবরোধ করে চালকের বিচারসহ কিছু দাবী নিয়ে।এক পর্যায়ে বাঘারপাড়া ওসি’সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের অফিসারগন ঘটনাস্থলে এসে টানা ১ ঘন্টা ৩০ মিনিট পর ছাত্রছাত্রী দাবীগুলো মেনে রাস্তা ক্লিয়ার করতে সক্ষম হয়।
অবরোধকারী ছাত্রছাত্রীদের পক্ষে কথাবলে বাঘারপাড়া থানার ওসি তাদের বিষয়গুলো আমলে নিয়ে সুষ্ঠ তদন্ত ও বিচারের আশ্বাস দিলে ছাত্র-ছাত্রীরা তাদের আন্দোলন থামিয়ে রাস্তা ছেড়ে দেয়।
দুর্ঘটনায় আহত ফারিয়া এখন ঢাকায় চিকিৎসাধীন আছে বলে জানান স্থানীয় লোকজন।
ছাত্র-ছাত্রীদের দাবীগুলো:
১/ ফারিহার চিকিৎসার সমস্ত অর্থবাস মালিক সমিতিকে বহন করতে হবে।
২/নিরাপদ সড়ক ও যাতায়াত ব্যবস্থার উন্নতি করতে হবে।
৩/ঐ বাস চালকের উপযুক্ত শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
বাস মালিক সমিতির লাইন সেক্রেটারী বাবু জানিয়েছেন ছেলে-মেয়েদের সকল দাবী ও ফারিয়ার সমস্ত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করবে বাস মালিক সমিতি।।