যশোর জেলা ছাত্রদল নেতা সড়ক দূর্ঘটনায় নিহত

- আপডেট সময় : ০৯:১২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫ ১৫ বার পড়া হয়েছে

সুলাইমান কবির রাব্বি, যশোর জেলা প্রতিনিধি:
শুক্রবার রাত ১০টার দিকে কীর্তিপুর মোড়ে দ্রুতগতির প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে এক ব্যক্তি নিহত এবং অপরজন গুরুতর আহত হয়েছেন। নিহত ব্যক্তি যশোর জেলা ছাত্রদলের সহ-ধর্ম বিষয়ক সম্পাদক সাকিব সাকিব (২৭)। ঘটনাস্থলেই সাকিবের মৃত্যু হয় এবং গুরুতর আহত ফাহিমকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আহত ফাহিম বিশ্বাস (২৬) বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত সাকিব জেলা ছাত্রদলের সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও ঝিকরগাছা পৌর শহরের মোবারকপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, প্রাইভেট কারটির অতিরিক্ত গতি দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে। এই ঘটনার সঠিক কারণ জানার জন্য তদন্ত কাজ চলছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকাতে মরদেহ বাড়িতে নিয়ে গেছে। এই দূর্ঘটনায় সাকিবের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে যশোর জেলা ছাত্রদলের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং আহত ফাহিমের দ্রুত সুস্থতা কামনা করেছেন।