সংবাদ শিরোনাম :
যশোর খাজুরায় লাঁশের সন্ধান
লাবু হোসেন,স্টাফ রিপোটার :
- আপডেট সময় : ০১:১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ ৪৭ বার পড়া হয়েছে
যশোর জেলার বাঘারপাড়া থানাধীন খাজুরা বাজার সংলগ্ন চিত্রা নদীতে ব্রীজের নীচে পানিতে ভাঁসমান অবস্থায় এক মহিলার লাঁশের সন্ধান।
খাজুরা বাজারে ভেতর দিয়ে বাঘারপাড়া টু কালিগঞ্জ সংলগ্ন খাজুরা বাজার ব্রীজঘাটে এলাকাবাসী একটি লাঁশ দেখতে পেলে তা মুহুর্তে চারিদিক ছড়িয়ে যায়।
উক্ত ঘটনা স্থলে গিয়ে স্থানীয় লোকজনের কাছে থেকে জানা যায়। তারা ধারণা করছে বাসতে থাকা লাঁশটি একটি মহিলার লাশঁ।ঘটনাস্থল থেকে মহিলার বাড়ী ১ কিলোমিটার।
তার বাড়ী যশোর সদর থানাধীন লেবুতলা ইউনিয়নের আগ্রাইল গ্রামে। জড়ো হওয়া লোকজনের ভেতর কিছুলোক তাকে চেনে বলে ধারনা করছে এবং মহিলাটি মানসিক ভারসাম্যহীন ছিলো।
এই নিউজটির সম্পূর্ণ আপডেট পেতে দৈ