যশোর খাজুরায় ফসল নষ্ট করার ঘটনা সাজানো ছিল

- আপডেট সময় : ০৬:৩১:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫ ৪২ বার পড়া হয়েছে

সুলাইমান কবির রাব্বি,:-
সম্প্রতি বাঘারপাড়ার খাজুরা বাজারতলির পার্বতীপুর মাঠে খেতের ফসল নষ্ট করার ঘটনা সাজানো বলে দাবি করেছেন স্থানীয়রা। ঘটনার ১০ দিন না যেতেই ওই খেতের মসুর গাছগুলো এখন প্রাণ ফিরে পেরেছে। এতে সবার চক্ষু চড়ক গাছ।
জানা যায়, গত ২৬ ডিসেম্বর দিবাগত রাতে পার্বতীপুর গ্রামের চাষি জহুরুল লস্কারের মসুরগাছ ও ইনামুল মন্ডলের ধানের চারা (পাতো) দুর্বৃত্তরা কীটনাশক দিয়ে পুড়িয়ে দেয়। ঘটনার পরদিন ক্ষতিগ্রস্থ চাষি জহুরুল বিভিন্ন লোককে দোষারোপ করতে থাকেন। এতে গ্রামবাসী তার ওপর চড়াও হয়। আর একটি পক্ষ ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করার অপচেষ্টা করে।
সোমবার সরেজমিনে দেখা যায়, সম্পূর্ণ মসুর খেতের গাছগুলো একেবারেই সবুজ ও তরতাজা হয়ে উঠেছে। এরই মধ্যে অনেক গাছে ফুল এসেছে। অন্যদিকে, পুড়ে যাওয়া ধানের চারা কাদাপানিতে মিশে গেছে।
স্থানীয়দের দাবি, পার্বতীপুর মাঠে ফসল নষ্ট করা ঘটনার নজির নেই। দুর্বৃত্তরা ফসল নষ্ট করলে ধানের চারার মতো মসুরগাছগুলোও একেবারে নষ্ট হয়ে যাওয়ার কথা। কিন্তু হয়েছে তার উল্টো। রাজনৈতিক ফায়দা নিতে চাষি জহুরুল নিজেই নিজের ফসল নষ্ট করার ঘটনা সাজাতে পারেন বলে দাবি স্থানীয়দের।
এ বিষয়ে জহুরুল লস্কার কোনো মন্তব্য করেননি। তবে ক্ষতিগ্রস্থ চাষি এনামুল মন্ডল বলেন, তার মসুরগাছ ঠিকই ভালো হয়ে গেল। আর বলির পাঁঠা হলাম আমি। গরিবের বিচার আল্লাহ করবেন।