যশোরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত ২

- আপডেট সময় : ০৯:৪২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ ১১ বার পড়া হয়েছে

সুলাইমান কবির রাব্বি, জেলা প্রতিনিধি: যশোর
যশোর-চুকনগর আঞ্চলিক সড়কের মনিরামপুর হাসপাতালের সামনে আজ বুধবার দুপুরে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। মালবাহী ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালকসহ এক নারী যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যশোরগামী একটি মালবাহী ট্রাক রাস্তা দিয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ভ্যান সড়ক পার হওয়ার চেষ্টা করলে দুটি গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ভ্যানের মধ্যে দুই নারী ও এক শিশু ছিল। ভয়াবহ এই সংঘর্ষে ভ্যানটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়।
মনিরামপুর থানার ওসি নুর মোহাম্মদ রাতদিন নিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। ট্রাক চালক দুর্ঘটনা ঘটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। পুলিশ তার খোঁজে তৎপর রয়েছে।
নিহতদের পরিচয় নিশ্চিত করা হচ্ছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক।