সংবাদ শিরোনাম :
যশোরে যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার ১

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৩৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে

যশোরে যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
যশোর শহরে মনিহার এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী মোঃ তরিকুল ইসলাম (৪৮)কে গ্রেফতার করেছেন RAB 6 যশোর , CPC 3 এর সদস্যরা। গ্রেফতার কৃত যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামি যশোর জেলার মনিরামপুর উপজেলার শ্যামপুর গ্রামের বাসিন্দা মোঃ নিসার আলী সরদারের ছেলে। যশোর RAB 6 , CPC 3 এর অধিনায়ক মেজর মোঃ সাকিব হোসেন জানান যাবজ্জীবন সাজা প্রাপ্ত কুখ্যাত মাদক ব্যাবসায়ী তরিকুল ইসলাম ২০১২ সালে নড়াইল জেলার কালিয়া থানা এলাকায় বিপুল পরিমাণ মাদক ফেনসিডিল সহ আটক হয় উক্ত মামলায় আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন , RAB 6 ,CPC 3 এর একটি দল গোপন সংবাদ এর ভিত্তিতে রবিবার যশোরের মনিহার এলাকা থেকে তাকে আটক করতে সহ্মম হয়। আটক কৃত আসামি মনিরুল ইসলাম কে নড়াইল সদর কোর্ট এ প্রেরন করা হয়।