যশোরে মহিলা দলের উদ্যোগে খেলাধুলার আয়োজন

- আপডেট সময় : ০৮:২১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে

সদ্য পহেলা বৈশাখ উপলক্ষে যশোরে বিএনপির বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিভিন্ন পর্যায়ে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন খেলাধুলার অনুষ্ঠান।
সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে যশোর সদর উপজেলার ৩নং ইছালী ইউনিয়নের মহিলা দল গত ১৬/০৪/২৫ ইং তারিখে হাশিমপুর স্কুল মাঠে খেলাধুলার আয়োজন করে।
প্রধান আর্কষণ ছিলো ফুটবল খেলা।
ইছালী ইউনিয়ন যুবদল এবং সেচ্ছাসেবক দলের মধ্যে উক্ত ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয়।খেলাটি নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হলেও ১-১ গোল সমতায় শেষ হলে ট্রাইবেকারে ৩/১ ব্যবধানে যুবদল বিজয় অর্জন করে।
এছাড়াও মহিলাদের মাঝে সুই সুতা ও বালিশ প্রতিযোগীতা এবং অন্যান্য খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন জনাব দেলোয়ার হোসেন খোকন,সাধারণ সম্পাদক, জেলা বিএনপি।
আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুবদলের অন্যতম নেতা আবুল কালাম আাজাদ সহ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।
আরো উপস্থিত ছিলো ৩নং ইছালী ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মাহমুদ আলম, সাধারণ সম্পাদক:মাহমুদ হাসান লিটন, ইউনিয়ন যুবদলের সভাপতি জাকির হোসেনসহ গুরুত্বপূর্ণ নেতারা।