যশোরে কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৯:৪৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ ২৬ বার পড়া হয়েছে

সুলাইমান কবির রাব্বি, জেলা প্রতিনিধি: যশোর
যশোর সদর উপজেলার হৈবতপুর মাঠে কৃষক দল আয়োজিত কৃষক সমাবেশে বক্তারা বলেছেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের বাজেটকে কৃষিবান্ধব বাজেটে পরিণত করবে।
তারা আরও বলেন, কৃষকরাই দেশের মূল শক্তি। তাদের পরিশ্রমের ফসল ভোগ করে ১৮ কোটি মানুষ। তাই আগামীর বাংলাদেশ হবে কৃষকের বাংলাদেশ।
মঙ্গলবার বিকেল চারটায় যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়ন শাখা আয়োজিত কৃষক সমাবেশে এসব কথা বলেন নেতৃবৃন্দ। ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্যসচিব সৈয়দ সাবেরুল হক সাবু, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক টিএস আইউব, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান খান, গোলাম রেজা দুলু, জেলা কৃষক দলের সভাপতি মকবুল হোসেন।
সমাবেশটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপি নেতা আক্কাচ আলী।